Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশের শিরোমণি পুলিশ লাইন্সে সোমবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের সালামী গ্রহণ ও পরিদর্শন করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা। পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকার আহ্বান জানান।

পরবর্তীতে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় শুনেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ইনচার্জদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ – এস. এম. আল-বেরুনী (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান (ডিএসবি), আনিসুজ্জামান (ক্রাইম ও অপস্), আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা (ট্রাফিক), সাইফুল ইসলাম (এ-সার্কেল), খায়রুল আনাম বিপিএম-সেবা (বি-সার্কেল), মোঃ সালাউদ্দিন (সি-সার্কেল) সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।