রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশের শিরোমণি পুলিশ লাইন্সে সোমবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের সালামী গ্রহণ ও পরিদর্শন করেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা। পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকার আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় শুনেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ইনচার্জদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ – এস. এম. আল-বেরুনী (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান (ডিএসবি), আনিসুজ্জামান (ক্রাইম ও অপস্), আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা (ট্রাফিক), সাইফুল ইসলাম (এ-সার্কেল), খায়রুল আনাম বিপিএম-সেবা (বি-সার্কেল), মোঃ সালাউদ্দিন (সি-সার্কেল) সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।

