নোয়াখালী প্রতিনিধি
কনকনে শীতে জবুথবু নোয়াখালী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার রাতে জেলা শহরের মাইজদী কোর্ট স্টেশন, পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড, সুপার মার্কেট এলাকা, বড় মসজিদ মোড় ও সোনাপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হানের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
কম্বল বিতরণের পাশাপাশি শীতার্ত মানুষের কাছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান ছাত্রদলের নেতারা।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলো এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

