রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত আরিফ বাহিনীর প্রধান আরিফ খান ও তার সহযোগী লিটু খানকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিদেশি রিভলভার, শটগান, অ্যামুনিশনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি ২০২৫) ভোর আনুমানিক আড়াইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর ক্যাম্পের একটি টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ-এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে মোঃ আরিফ খান (৫০), পিতা—মৃত হাবিবুর রহমান খান এবং উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামে মোঃ লিটু খান (৪০), পিতা—মৃত আকমল খানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার অ্যামুনিশন, একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়।
এছাড়াও একটি ভরা কেরু মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি হকিস্টিক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ বাহিনী সম্প্রতি ওই এলাকার অন্তত ১৩টি পরিবারের ওপর হামলা চালায়। তাদের ভয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ ও প্রতিকার চেয়ে এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগসহ সংবাদ সম্মেলনও করা হয়েছিল।
অভিযান শেষে সকাল ৬টা ৫০ মিনিটে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

