কাঠালিয়া ( ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় মন্দির কমিটির কার্যক্রম স্থগিত করেছেন বিজ্ঞ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন,ঝালকাঠি জজ আদালতের সেরেস্তাদার মোঃ মিজানুর রহমান।
ঝালকাঠি জজ আদালতের কাঠালিয়া কোটের বিজ্ঞবিচারক গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখে নিষেধাগার এ আদেশ দেন।
আদেশে গত ১৮ জুলাই ২০২৫ তারিখের কমিটির কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এবং আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের কারন দর্শানোর নোটিশ জারি করেন।
উল্লেখ্য যে, গত বছরের ১৮ জুলাই গোপাল মন্ডলকে সভাপতি ও তপন চন্দ্রকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে। এ কমিটি নিয়ে স্থানীয় মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে কমিটির সভাপতি শ্যামল চন্দ্র মন্ডল সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আদালতের বিজ্ঞ বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

