কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন গভীর রাতে উপজেলার প্রতন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাড়িয়েছেন।
ইতোমধ্যে উপজেলা সদরে, বটতলা বাজারে, পশ্চিম আউরা, দক্ষিন আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পাড়ারাদার ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সারা দিনের অফিসের কাজ সেরে রাতের বেলায় প্রচন্ড শীত উপেক্ষা করে বাড়ি, হাট বাজার ও আশ্রয়ন প্রকল্পে গিয়ে দরজার কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। অনেকে বিরক্ত হয়ে দরজা খুলে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চান। ইউএনও’র পরিচয় জেনে অনেকে আবেগাপ্লæত হয়ে পড়েন। এ সময় গাড়ী থেকে কম্বল বের করে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। সদ্যযোগদান করা ইউএনও’র এমন কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন বলেন, তীব্র শীতে যেন কেউ কষ্ট না পায় এ চিন্তা থেকে রাতে মানুষের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা অব্যাহত থাকলে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.