সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে মো. রিপন (২৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রিপন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রিপন অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আনসার সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

