জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঋণের চাপে আবু হাসান বাবু (৪৮) নামে এক ভাজা বিক্রেতা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে বাড়ির সামনের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু হাসান বাবু তিলকপুর পূর্ববাজার এলাকার আইন উদ্দীন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরের ভেতরেই ছিলেন। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে স্ত্রী রেহেনা বেগম বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
নিহতের স্ত্রী রেহেনা বেগম জানান, তার স্বামী বিভিন্ন এনজিও থেকে তার নামে প্রায় পাঁচটি ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। সোমবার আশা এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় দুইবার বাড়িতে লোক আসায় তার স্বামী আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

