Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কৃষকের ধান ও খড়ের গাদায় অগ্নিসংযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
জানুয়ারি ৬, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাটের কচুয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক কৃষকের কেটে আনা ধান ও খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে আজ (৬ জানুয়ারি)দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজারাপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ মাঝি (৭০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল আজিজ মাঝি তার ২ বিঘা জমির ধান কেটে মাঠ থেকে এনে বাড়ির পাশে মজুদ করে রেখেছিলেন। একই স্থানে একটি খড়ের গাদাও ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই ধান ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় দরিদ্র কৃষকটি চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা আরও জানান, কয়েক মাস আগে আব্দুল আজিজ মাঝি তার একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এ ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায়, ফায়ার সার্ভিসের কচুয়া থানার লিডার জাফর মোল্লার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া গণমাধ্যমে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। যদিও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে তাৎক্ষণিক খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বলসহ জরুরি সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন।

কচুয়া থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।