ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব বলেছেন, “আমি সুখে–দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।”
গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।
আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, “ইনশাআল্লাহ আমি এমপি হবো। আপনারা সকলে মিলে যদি আমার খেজুর গাছকে ধানের শীষ বানান। ধানের শীষ প্রতীক নিয়ে যদি আপনাদের কেউ দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন, সেভাবেই যদি আমার জন্য কাজ করেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি জনপ্রতিনিধি হিসেবে মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবেন। “জন মানে আপনারা, আমি হবো আপনাদের প্রতিনিধি। আমি আপনাদের সঙ্গে মিলেমিশে এ এলাকার উন্নয়নে হাত দেব,”—বলেন তিনি।
আলোচনায় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে বলেন, আলেম সমাজ দেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদ রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চায়। ইসলাম ও ন্যায়বিচারের আদর্শকে সামনে রেখে আগামী দিনে দেশ গঠনে আলেম সমাজ সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল্লামা জুনায়েদ আল হাবিব।
বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজী, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আল্লামা জুনায়েদ আল হাবিবের হাত তুলে ধরে তাঁকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

