Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে যৌথ অভিযানে তিন দোকানিকে অর্থদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে হোটেল, মুদি দোকান, বেকারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে খাবার প্রস্তুত, কর্মচারীদের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা, খাবার খোলা অবস্থায় রাখা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মুক্তা হোটেল অ্যান্ড দই মিষ্টি ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এছাড়া একই বাজারের আব্দুল মজিদ স্টোরে গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, বিএসটিআই লাইসেন্স ছাড়া দই ও কেক উৎপাদন, পণ্যে মেয়াদ উল্লেখ না করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদন, বিপণন, মজুদ, সরবরাহ ও বিক্রির অপরাধে আব্দুল কাইয়ুম ভ্যারাইটি স্টোরকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান, কাজিপুরের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কৃষি বিপণন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।