হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর রুহের মাগফিরাত কামনায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের আটটি ওয়ার্ডে দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেনের সভাপতিত্বে তাঁর নিজ বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব রবিউল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, সহ-সভাপতি আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সাদী, কায়বা ইউনিয়ন যুবদলের নেতা অধ্যাপক হুমায়ুন কবিরসহ রমজান, মিকাঈল হোসেন, শরবত আলী, আসাদুজ্জামান আসাদ, আরব বিল্লাহ আরিফ এবং কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভা শেষে দ্রুত দোয়া মাহফিলের তারিখ নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

