সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মোহাম্মদ আবদুল হাই এবং সফিকুল ইসলাম নামে এই দুই দোকানি সাত হাজার টাকা জরিমানা অনাদায়িত করেছেন।
জরিমানা আদায়ের মধ্যে আবদুল হাইকে পাঁচ হাজার টাকা এবং সফিকুল ইসলামের বিরুদ্ধে দুই হাজার টাকা নেওয়া হয়েছে। আবদুল হাই বসুন্ধরা ও টোটাল গ্যাসের ডিলার হিসেবে পরিচিত।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের জিরোপয়েন্টে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এই জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানিয়েছে, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনের আওতায় তাদের জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.