Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের বার্ষিক ক্রীড়া সম্পন্ন, পুরস্কার বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি সরকারি কলেজে তিন দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার (৬ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

৪ জানুয়ারি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। প্রতিযোগিতার মধ্যে দৌড়, লাফ, চাকতী ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেস, চেয়ার সিটিংসহ বিভিন্ন খেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

৫ জানুয়ারি ক্রিকেটে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের দল ১৫৩ রান করে, জবাবে অনার্স ও ডিগ্রির দল ১৫৬ রানে জয় লাভ করে। সমাপনী দিনে ৬ জানুয়ারি অনুষ্ঠিত ফুটবল খেলায় অনার্স ও ডিগ্রি একাদশ ১-০ গোলে একাদশ ও দ্বাদশ শ্রেণির দলকে পরাজিত করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম এবং স্টাফ কাউন্সিল সেক্রেটারি প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীনসহ কলেজের সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মাসুদুর রহমান ও ইমরান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।