নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহবায়ক এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। সভায় শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য-সচিব এবং ফলিত গবেষনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বেগম জিয়া ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক।
তিনি দেশের মাটি ও মানুষকে অত্যন্ত ভালবাসতেন। দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোকসভা এবং দোয়া মাহফিলে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.