স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌর এলকার লক্ষীপাশা সংগীত একাডেমির প্রয়াত সভাপতি মিলু ঠাকুরের ছেলে, মালেশিয়া প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় কওমি মাদ্রাসা ও আন নুন কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন, লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।
এসময় সাদিয়া সুলতানা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। প্রবাসী রায়হান ঠাকুরের এই মানবিক সহায়তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খাইরুল ইসলাম, এস এম শরিফুল ইসলাম, রেজাউল করিম, শিমুল হাসান, সরদার রইস উদ্দিন টিপু, কাজী ইমরান প্রমুখ।

