Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় কপোতাক্ষ নদে এক ব্যক্তি নিখোঁজ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া খেয়াঘাট এলাকায় নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি হলেন রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে এবং সম্প্রতি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে কপোতাক্ষ নদে পড়ে যান।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম শুরু করলেও তা সফল হয়নি। পরে বিকেলে ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেন, তবে রাতের অন্ধকারে উদ্ধার কাজ স্থগিত করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, রাতের কারণে উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি এবং আগামীকাল পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।