শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী খেলা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় চিতলমারীর এ.কে. ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল সালাম এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

