সজিবুল হৃদয়, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সাবেক ছাত্রদল নেতা বিপ্লব কুমার পালের (৩১) মাটির তৈরি শতাধিক কাঁচা টয়লেটের পাট বা রিং ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠে তিনি এ ভাঙচুরের ঘটনা দেখতে পান। ঘটনাটি ঘটেছে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে।
বিপ্লব কুমার পাল নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক এবং বাঘা শাহ দুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভুক্তভোগী বিপ্লব কুমার পাল জানান, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে টয়লেটগুলোর পাট ভেঙে ফেলে। এতে তাঁর ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি। তবে তিনি ধারণা করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

