সাতক্ষীরা প্রতিনিধি
মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় আপন খালাসহ তিনজনকে কুপিয়েছে যুবক। এঘটনায় গুরুতর আহত খালা মঞ্জুয়ারা খাতুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গিয়েছেন।
আটক হয়েছেন মাদকসেবী যুবক আল আমিন।
নিহত মঞ্জুয়ারা খাতুন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের আব্দুল লতিফের মেয়ে।
গতকাল গভীর রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-বিবাদে জড়াতেন।
ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন কোদাল দিয়ে কুপিয়ে খালা মঞ্জুয়ারা ও আমজাদকে আহত করেন।
এসময় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরো অবনতি হলে আত্মীয়স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।
এঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.