চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামে কিছু অসাধু ব্যবসায়ী খেজুরের রস না থাকলেও খেজুরের গুড় প্রস্তুত কৃত্তিম রঙ সুগন্ধ ও চিনি দ্বারা করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩, ৪৩ ধারা লংঘন করায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ কারখানা মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামের রাকিম এর ছেলে সেলিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে
ভেজাল গুড় তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা, একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে বজলুর রহমানের বাড়িতে ৩০ হাজার টাকা ও বড়বড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে আফতাবের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে ও সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় করেছেন উপজেলা প্রশাসন।

