Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের নিউমার্কেট চত্বরে জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী মো: আব্দুর রউফ।

প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। দেশের সর্ব শ্রেণির মানুষ তাকে ভালোবাসেন। যেকারণে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আলী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা জুলফিকার আলী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীসহ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।