আমিনুল ইসলাম (রাজশাহী) দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন দুলাল (২৬) নামের এক যুবক গাছের সঙ্গে গলায় ডালে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ জানুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার নওপাড়া ইউপির পুরান তাহেরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, দুলাল ১৮ বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর বাড়ি ফিরে প্রায় ৭ বছর থেকে মাথার সমস্যার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সেই থেকে একা একা চলাফেরা করেন।
সোমবার সকলের অগোচরে দুলাল আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে প্রতিবেশি কাদের মন্ডল উক্ত আম বাগানের পাশ দিয়ে যাবার সময়ে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুলালকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এঘটনায় দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.