Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের কাব স্কাউট ইউনিট পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন মুন্সীগঞ্জ সদর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৬ ই জানুয়ারি) দুপুরে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। মুন্সীগঞ্জ জেলার কাবিং স্কাউট কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এই পরিদর্শন কার্যক্রম করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা অঞ্চলের উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন বলেন, মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীরা কাবিং কার্যক্রম করলে তাদের শরীর ও মন ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি তোমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। স্কাউটিং করলে তোমাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে। স্কাউটিং কার্যক্রম সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদেরও কাবিং কার্যক্রমে উৎসাহিত করেন।

জেলা কমিশনার জনাব নাজমা চৌধুরী বলেন, তোমরা পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। পড়াশোনার পাশাপাশি দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং জরুরি। স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য পর্যায়ক্রমে মুন্সীগঞ্জ জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ইউনিট পরিদর্শন করবেন বলে আশা ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান শেখ ও জেলা কাব স্কাউট লিডার জনাব সাজ্জাত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।