হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, পৌরসভা মার্কেটের ব্যবসায়ী ও বাজার এলাকার জনগণের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে মতবিনিময় করেন পুলিশ সুপার।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। তিনি ব্যবসায়ী ও জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য নির্ভীকভাবে পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করেন।
পুলিশ সুপার নজিপুর এলাকার অবৈধ পার্কিং, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. আলীমুজ্জামান মিলন, নওগাঁ জেলা ও পত্নীতলা থানা পুলিশের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ, সাংবাদিক ও সুধিজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.