মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ ( জামালপুর) প্রতিনিধি
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী মহান অভিভাবক, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিএনপি মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)বিকেলে মাদারগঞ্জের
বালিজুড়ী আব্দুল আলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদারগন্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মন্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লান্জু , পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ আব্দুল গফুর , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান , পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রাকিব লিটন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া , মুখলেসুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু, হাফিজুর রহমান সাকু , পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, খালিদ হাসান,উপজেলা জামায়াতের আমির নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, এনসিপি’র সাধারণ সম্পাদক লেমন মিয়া , গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান সহ উপজেলা, পৌর , ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানে বিপুলসংখ্যক মহিলা উপস্থিত ছিলেন। মসজিদের খতিব , মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।দোয়া পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা রাশেদ মোশারফ।

