মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫, মনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা দেশের গন্ডি ছাপিয়ে (পেরিয়ে) গেছে।
তিনি আপোষহীন নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। তাঁর নামাজে জানাযায় লাখ লাখ নানা শ্রেনি-পেশার মানুষের উপস্থিতি সেই জনপ্রিয়তার প্রমাণ করে। হামলা-মামলা ও বিভিন্ন ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে দেশের মানুষকে গণতন্ত্রের পথে সামিল করতে কাজ করে গেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি)বিকেলে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত মনিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি রেজাউল করিম, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, এ্যাড. মুজিবুর রহমান, মোতালেব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রমুখ।
পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতি হুসাইন আহমাদ।

