কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
স্বেচ্চাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, সংবিধান স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ।
ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার।
আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে এই অধিকার প্রয়োগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা ভোট কেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নিবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলায় গণেশ পাগলের আশ্রমে বার্ষিক মহোৎসব ও মেলার আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবণা প্রণয়ন করেছেন, সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।
এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
এ দিকে প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী মহোৎসব ও মেলা শুরু হয়েছে।
এখানে গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ পাগল-ভক্তরা এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন। তারা ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে পাগলের প্রসাদ গ্রহণ করেন।
সরকারি কোটালীপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ ও গণেশ পাগলের ভক্ত কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, প্রতি বছর ২১-২২ পৌষ দুই দিনব্যাপী এ আশ্রমে বাৎসরিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.