মনিরামপুর(যশোর) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে যশোরের মনিরামপুরে উপজেলার খেদাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের ও সাধারন সম্পাদক আব্দুল হাই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি অ্যাড, মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, বিএনপির নেতা আলমগীর সিদ্দিক, হোসেন আলী, মতিয়ার রহমান, নাজমুস শাহাদাদৎ ও শরিফুল ইসলাম শরীফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মায় মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

