নোয়াখালী প্রতিনিধি
কনকনে শীতে জবুথবু নোয়াখালী উপকূলীয় এলাকা সুবর্ণচর এলাকার দরিদ্র, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সুবর্ণচর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এলাকার মধ্যমবাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা এবং লিয়াকত খান জামে মসজিদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ছেনমং রাখাইন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলো এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.