Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৃত ব্যক্তির নাম আজমীর আলম (৫০)। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলা সোর্দি
মাতুব্বর পাড়ার।

বুধবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে যৌনপল্লীর হাজরা বাড়ীওয়ালীর বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী জুলির ঘর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্হানীয়রা জানান, মৃত আজমীর আলম ঢাকার মিরপুর এলাকায় থেকে দীর্ঘদিন ধরে গার্মেন্টসের জুট কাপরের ব্যবসা করতেন। মঙ্গলবার দিনগত রাতে সে দৌলতদিয়া যৌনপল্লীতে হাজরা বাড়ীয়ালীর ভাড়াটিয়া যৌনকর্মী জুলির কক্ষে ওঠে।

বুধবার ভোর সারে ৪ টার দিকে সে জুলিকে সিগারেট আনার জন্য বাইরের দোকানে পাঠায়। জুলি প্রায় আধাঘন্টা পর সিগারেট নিয়ে ফিরে এসে দেখে সে নিথর।

এ সময় তাকে অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ পায়না। পরে আশপাশের লোকজন এসেও ডাকাডাকি করে তার কোন সাড়া না পেয়ে বুঝতে পারে সে মারা গেছে। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হলে এসআই সেলিম মোল্লার নেতৃত্ব একদল পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।

বুধবার সকালে যৌনপল্লীতে সরেজমিন পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন যৌনকর্মী জানায়, অতিরিক্ত মদ্যপানের কারনে লোকটির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম জানান, যৌন উত্তেজক ওষুধ খেয়ে প্রেশার বেড়ে লোকটির মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।