স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া পৌরসভায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত মোটরসাইকেল,স্বর্ণ ও নগদ টাকাসহ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌরসভার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে ঘরের জালনার গ্রিল কেটে ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা গেছে,আনুমানিক ৮/১০জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাধা দিতে না পারায় ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বরঃ নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী বুধবার (৭জানুয়ারি) দুপুরে জানান, ডাকাতির ঘটনাটি জানতে পেরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.