Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে খাল খননের মাটি বিক্রি করে ধরা, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি খাল পুনঃখননের মাটি অবৈধভাবে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জামিরুল ইসলাম (৩৫)। তিনি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের বাসিন্দা এবং জালালের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর কালাই উপজেলার হারাবতি নামের একটি সরকারি খাল পুনঃখনন করা হয়। খননকৃত মাটি খালের পাড়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ করার নিয়ম থাকলেও দুর্গাপুর থেকে মান্দাই গ্রাম পর্যন্ত খালের বিভিন্ন অংশের মাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন জামিরুল ইসলাম।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জামিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সরকারি খাল খননের মাটি ব্যক্তিগতভাবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে খাল পুনঃখনন প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এসব অনিয়ম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান বলেন, “সরকারি উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি খাল, রাস্তা বা অন্য কোনো প্রকল্পের সম্পদ ব্যক্তিগতভাবে বিক্রির কোনো সুযোগ নেই। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি সম্পদের অপব্যবহার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।