ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে (৭ জানুয়ারি) ফরিদপুর ডায়াবেটিস অ্যাসোসিয়েশন কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফরিদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের অধ্যক্ষ ডা. জহিরুল হক, ড্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আলী আকবরসহ ফরিদপুরে কর্মরত চিকিৎসকবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও দেশবাসীর জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ, তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

