মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নওগাঁর মান্দা উপজেলায় প্রচারণা কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ভোটারদের মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বুধবার সকালে মান্দা উপজেলার গোল চত্বরে পৌঁছায় ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাড়িটিতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শন করা হয়।
প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররাও এতে অংশ নেন।
ভোটের গাড়িতে থাকা ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভোটারদের সামনে উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং তারা উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.