সাকিব হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসা এক সময় শিক্ষার্থীর সংখ্যায় ছিল সমৃদ্ধ। তবে করোনাকালীন সময়ের পর থেকে ধীরে ধীরে শিক্ষার্থী সংখ্যা কমতে শুরু করে এবং বর্তমানে মাদ্রাসাটিতে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন গোলখালী ইউনিয়নের দুই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তারা হলেন— আব্দুল জলিল হাওলাদার এবং মাসুদ খন্দকার।
এই উদ্যোগের অংশ হিসেবে তারা এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির চারজন শিক্ষার্থীর ফরম পূরণের সম্পূর্ণ অর্থ বৃত্তি হিসেবে প্রদান করেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে আশপাশের ঝরে পড়া শিক্ষার্থীরা পুনরায় পড়ালেখার প্রতি আগ্রহী হবে এবং অভিভাবকরাও তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাতে উৎসাহিত হবেন। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি ২০২৬ ইং,) সকাল ১১টায় এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান, গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আজাদ মাহমুদ, গোলখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হাওলাদারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এ ধরনের উদ্যোগ শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে শিক্ষার হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

