তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া খেয়াঘাটে পারাপারের সময় কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তি দুদিন পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি কপোতাক্ষ নদে পড়ে যান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে নদীর স্রোত ও পানির গভীরতার কারণে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

