তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী তালা উপজেলার কপোতাক্ষ হাই স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান এবং কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন,“শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
অনুষ্ঠানটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়

