মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী কলেজে বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) মশিয়াহাটী ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। ফলে প্রচারণা শুরু হওয়ার আগে তাকে কলেজ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হবে।
তিনি বলেন, “প্রসঙ্গক্রমে কলেজ স্টাফ ও অভিভাবকদের সঙ্গে আজকের এই সভা শেষ মিটিং হিসেবে ধরা হবে। সভাপতি হিসেবে আমার কার্যক্রম তুলে ধরে আমি সকলকে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানাই।”
দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিয়াহাটী কলেজের অধ্যক্ষ বিপ্লব বিশ্বাস, সাবেক অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফিরোজ উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক লিটন, কুলটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হামিদুল ইসলাম, বর্ষীয়ান বিএনপি নেতা পরিতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তুষার কান্তি সরকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দেশের উন্নতির জন্য বিশেষ প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.