নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার (৭ জানুয়ারি) পালিত হয়েছে। "গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে দিনভর র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভার সঙ্গে মিলিত হয়।
নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন, প্রাণি সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত অতিথিদেরকে উত্তরীয় প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এর সাফল্য ও উন্নতির জন্য শুভকামনা জানান।
আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে কলম সৈনিকরা উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.