মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ ডাকাতিতে ব্যবহারকৃত থেকে র্যাবের পোশাক (কটি), ওয়াকিটকির চার্জার ও লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। বর্তমানে তাঁরা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করতেন।
তথ্য সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার সুত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে দুটি র্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কদমতলী এলাকা থেকে তাঁর সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.