Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধি শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতির বক্তব্য দেন জেলা সমাজ সেবা দপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী উপ পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, রামপাল সরকারি কলেজের প্রভাষক কমলেশ মন্ডল, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সরকারি গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার, প্রেসক্লাব রামপালের সদস্য এম. এ সবুর রানা, সাবেক শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।

সেমিনারে বক্তাগণ বলেন, সমাজের কোন মানুষ প্রতিবন্ধি হলেও সে বোঝা নয়। সমাজসেবা দপ্তর তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের লেখাপড়া চালানোর জন্য আর্থিক সহায়তা করে আসছে, যাতে তারা সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচতে পারে।

সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।