শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় জনপ্রিয় ফাস্টফুড চেইন টেস্টি ট্রিট–এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ডের আল-আহমদিয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু। এ সময় আরও উপস্থিত ছিলেন আল-আহমদিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী এহছানূল কবীর বাবু, টেস্টি ট্রিট শেরপুর শাখার ফ্রাঞ্চাইজি আনোয়ার হোসেন রানা, স্থানীয় সুধীজন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেরপুরে এটি টেস্টি ট্রিটের প্রথম ও একমাত্র শাখা। দীর্ঘদিন ধরে টেস্টি ট্রিট দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত ফাস্টফুড ও নানা ধরনের খাবার সরবরাহ করে আসছে, যা ভোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এ সময় টেস্টি ট্রিট নর্থ শাখার রিজিওনাল সেলস ম্যানেজার হামিদুর রহমান বলেন, “শেরপুরে উদ্বোধন হওয়া এ শাখাটি উত্তরবঙ্গের ৬২তম শাখা। অন্যান্য শাখার মতো এখানেও আমরা সর্বোচ্চ কাস্টমার সার্ভিস ও খাবারের মান বজায় রাখব।”
নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে শেরপুরবাসী আধুনিক ও মানসম্মত ফাস্টফুড সেবার আরও একটি নতুন বিকল্প পেল বলে জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.