সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে একটি সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মীর্জাপুর গ্রামের চাঁন মিয়া ভূঞা সড়কে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁন মিয়া ভূঞা সড়কের ৮৮০ মিটার নির্মাণকাজের জন্য ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্মাণকাজটি পায় ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সেঞ্চুরি ট্রেডার্স’। কাজটির ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন দরপত্রের শর্ত অনুযায়ী নির্মাণ সামগ্রী ব্যবহার না করে নিম্নমানের মেকাডম এবং বালি-ইটের কনার মিশ্রণে অনুপযুক্ত অনুপাতে কাজ করছিলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এতে কনার তুলনায় ভিটি বালির পরিমাণ বেশি ছিল বলে দাবি করেন তারা।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার রাশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “নির্মাণকাজে কিছু ত্রুটি ও মেকাডমে নিম্নমানের মিশ্রণের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী রোববার সকালে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, “বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ঠিকাদারকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। রোববার সরেজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, আবু তালেব ভূঞা, আবদুস সালাম, নুরনবী ভূঞা, আবু তাহের ভূঞা, আবু ইউছুপ ভূঞা ও ফজলুল হকসহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, দীর্ঘদিন অবহেলিত এই জনপদের সড়কটি পাকা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কোনোভাবেই তারা নিম্নমানের কাজ মেনে নেবেন না। দরপত্র অনুযায়ী মানসম্মত কাজ বাস্তবায়নের দাবি জানান তারা।
এ বিষয়ে ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন বলেন, “আমি ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেই কাজ করার চেষ্টা করেছি। এলাকাবাসীর অভিযোগের কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলা প্রকৌশলী তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.