Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় প্রতিবন্ধীর নবজাতক তিন সন্তান পেলেন প্রধানমন্ত্রীর উপহার

MEHADI HASAN
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের নবজাতক তিন সন্তান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলার বর্ণ হাসপাতালে গিয়ে উপহার হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌছে দেন।
এর আগে গত মঙ্গলবার উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বর্ণ হাসপাতালে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে রাবেয়া বেগম ও তার তিন সন্তান সুস্থ রয়েছে। নইম-রাবেয়া দম্পতির ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
বাকপ্রতিবন্ধী নইমের শ্বশুর আইয়ুব আলী গাজী বলেন, আমার জামাই একজন বাকপ্রতিবন্ধী। সে তেমন কিছুই করেনা। স্বামী-স্ত্রী ও আগের দুটো সন্তানকে নিয়ে সংসার চালাতে আমার জামাই নইমের হিমশিম খেতে হতো। এরই মাঝে আরও তিনটি সন্তান হয়েছে। এখন আমার জামাই কি ভাবে সংসার চালাবে তাহা ভেবে পাচ্ছিনা।
তিনি আরও বলেন, আমার মেয়ের তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপহার সামগ্রী নিয়ে এসেছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রী ও রফিকুল ইসলামকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, একটি অসহায় পরিবারের এক বোন এক সঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এ খবর জানার পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তার পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌছে দিলাম। আমরা সাংগঠনিক ভাবেও আগামীতে এই পরিবারটির পাশে থাকবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।