দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনৈতিক অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এবারের নির্বাচনে কোনো প্রকার অর্থ লেনদেনের সুযোগ নেই। সকল আনসার সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। আনসার ভিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এবিএমআইএস) সার্ভারের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধুমাত্র যেসব আনসার সদস্য পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যাদের বৈধ সনদপত্র রয়েছে, তারাই অনলাইনে আবেদন করতে পারবেন। সনদপত্রবিহীন কেউ আবেদন করতে পারবেন না।
সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে উপজেলার প্রায় ৬০টি গ্রামে আনসার সদস্যদের অস্ত্রসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাই-বাছাই শেষে সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। কোনোভাবেই অনৈতিক সুবিধার বিনিময়ে কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলে কঠোরভাবে জানানো হয়।
এ সময় সতর্ক করে বলা হয়, নির্বাচনের আগে একটি দালালচক্র গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনী ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এ ধরনের প্রতারক ও দালালচক্র থেকে দূরে থাকার এবং কোনো আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ১ হাজার ৭৫৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী আনসার, ৪ জন মহিলা আনসার ও ৬ জন সাধারণ আনসার সদস্য।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সাহানা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি অফিসার রেহানা খাতুন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষক নিরুপম কুমার রায়, উপজেলা আনসার কমান্ডার আজমত আলী, কাজী সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপি অফিসার রেহানা খাতুন বলেন, “পূর্বে কীভাবে ভোটের ডিউটি দেওয়া হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। তবে বর্তমান সময়ে কোনোভাবেই অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে টাকা আদায় করা যাবে না। যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

