রাজশাহী (দুর্গাপুর) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কারখানাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ‘সাফা’ নামের ওই কসমেটিকস কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
এ সময় তিনি জানান, কারখানাটির কোনো বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স কিংবা স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ড ছিল না। কারখানায় ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল এবং লোশন তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন কসমেটিকস ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখের জটিলতা সৃষ্টি হতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে এসব পণ্যের
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.