দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। কলোনিপাড়া মাঠ ও মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/২-এস হতে কলোনিপাড়া মাঠে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বুধবার রাতেও একই বিওপির পিলার ১৫১/১৫-এস সীমান্ত থেকে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
তদুপরি, বৃহস্পতিবার দুপুরে কাজীপুর বিওপির পিলার ১৪৭/এমপি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, এই মদ ও জিরার আনুমানিক মূল্য ৮৪ হাজার ৫০০ টাকা।
উদ্ধার হওয়া মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে এবং জিরা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

