বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশের যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জাহিদুল ইসলাম রিয়াদ সভাপতি, কেএম আলামিন সাধারণ সম্পাদক ও মো. মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলা গণধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম এবং মুলাদী উপজেলা গণধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন।
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নয়ন হোসেন নিলয়, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. ফজলুর করিম, মাধবপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম জুয়েলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ের আন্দোলনে যুব অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

