Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়া-৬ আসনে নির্বাচনী তহবিলের জন্য সমর্থকদের কাছে আহ্বান হান্নান মাসউদের

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার রাজনীতি মানুষের কল্যাণের উপর ভিত্তি করে পরিচালিত হবে, যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। হান্নান মাসউদ বলেন, বড় অঙ্কের অর্থ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, তাই তিনি চান না তার রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থ দ্বারা নিয়ন্ত্রিত হোক।

তিনি সমর্থকদের ছোট ছোট অবদানকেও গুরুত্ব দিয়েছেন। তার ভাষ্য, এটি শুধু নির্বাচনী তহবিল নয়, বরং একটি নৈতিক অবস্থান—হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান। হান্নান মাসউদ নিশ্চিত করেছেন, কাজের মাধ্যমে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার থাকছে এবং হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তার সবচেয়ে বড় শক্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।