নোয়াখালী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার রাজনীতি মানুষের কল্যাণের উপর ভিত্তি করে পরিচালিত হবে, যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। হান্নান মাসউদ বলেন, বড় অঙ্কের অর্থ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, তাই তিনি চান না তার রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থ দ্বারা নিয়ন্ত্রিত হোক।
তিনি সমর্থকদের ছোট ছোট অবদানকেও গুরুত্ব দিয়েছেন। তার ভাষ্য, এটি শুধু নির্বাচনী তহবিল নয়, বরং একটি নৈতিক অবস্থান—হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান। হান্নান মাসউদ নিশ্চিত করেছেন, কাজের মাধ্যমে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার থাকছে এবং হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তার সবচেয়ে বড় শক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.